তিতাস প্রতিনিধি :—
কুমিল্লার তিতাসে মৌটুপী মাতৃ কানন প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মাতৃ কানন প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তিতাস উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমান খাঁন, অধ্যক্ষ জাকারিয়া, প্রধান শিক্ষক রেজাউল করিম ও রমিজ উদ্দিন মিয়াসহ তোফায়েল আহম্মেদ, নজরুল ইসলাম, সেলিম হোসেন সরকার, রাশিদ মিয়া সরকার, ইসমাইল শিকদার প্রমূখ।