কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লায় রবি’র এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে নগরীর ঝাউতলা এলাকায় সেন্টারের উদ্বোধন করেন রবি’র চীফ হিউম্যান রিসোর্স অফিসার মতিউল ইসলাম নওশাদ। এসময় রবি’র কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদুর রহমান দেওয়ান, শরীফ শাহজামাল রাজ, প্রমোদ রঞ্জন কর্মকার, সৈয়দ তালাত কামাল, এ.এস.এম এনায়েতুর রহিম প্রমুখ। রিসোর্স অফিসার মতিউল ইসলাম নওশাদ জানান, এ সেন্টারের মাধ্যমে মোবাইল সেট, ইন্টারনেট প্রযুক্তি সামগ্রীসহ রবি’র পণ্য বিক্রি ও গ্রাহক সেবা প্রদান করা হবে।
