মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা(কুমিল্লা):–
কুমিল্লার চান্দিনা উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন কে শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর নতুন বাংলা বাজার থেকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। এসআই মহিউদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে আটক করে। কোন মামলা মোকদ্দমা ছাড়াই তাকে আটক করায় ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা ছাত্রদল।
উপজেলা ছাত্রদল সভাপতি মো. কাইয়ুম খান অভিযোগ করেন- ‘উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এর নামে থানায় কোন মামলা নেই। বিনা কারণে তাকে আটক করা হয়। নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই তাকে আটক করা হয়েছে।’
এ ব্যাপারে এসআই মহিউদ্দিন এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে আটকের বিষয়টি তিনি স্বীকার করেন। আটককৃতের নামে কোন মামলা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন- ‘মামলা না থাকলেও নতুন করে মামলা দায়ের হবে’।
