কুমিল্লা প্রতিনিধি :–
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার মুরাদনগরে স্বামীর পক্ষে ব্যপক প্রচার প্রচারনায় নেমে সাধারন ভোটারদের কাছে করোজোর করে ভোট দু’হাত তুলে ভোট ভিক্ষা চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন এক প্রার্থীর স্ত্রী। সান সৈকত আর যতসব বিলাসীতা ছেড়ে তিনি এখন রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে মুরাদনগর উপজেলার পথে প্রান্তরে মাঠে ঘাটে অবিরাম চষে বেড়াচ্ছেন। আসছে নির্বাচনকে ঘিরে এ উপজেলায় দুই জোটের দু’জন হেভিওয়েট প্রার্থী রয়েছে। যথা ১৯ দলীয় জোটের প্রার্থী মহিউদ্দিন অঞ্জন ও মহাজোটের প্রার্থী সৈয়দ মোহাম্মদ কাইয়ুম খসরু। মহিউদ্দিন অঞ্জননের পক্ষে গণসংযোগে তার স্ত্রীকে মাঠে দেখা না গেলেও মহাজোটের একক প্রার্থী বিশিষ্ট শিল্পপতি কাইয়ুম খসরুর পক্ষে তার স্ত্রী সৈয়দা পারভিন কাইয়ুম মাঠে নেমে ব্যাপক গণসংযোগ করে স্বামীকে হেলিকপ্টার প্রতিকে ভোট দিতে সাধারন ভোটারদেরকে করোজোরে অনুরোধ করে ভোট ভিক্ষা চাইছেন। সৈয়দা পারভিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে সাধারন নারী ভোটাদের কাছে গিয়ে স্বামীর জন্য ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি তার স্বামীকে ভোট দিয়ে মুরাদনগরের সর্বস্তরের নারীদের কল্যানে কাজ করার জন্য তাকে সুযোগ করে দেয়ার অনুরোধ করেন। তিনি জানান তার স্বামী নির্বাচিত হলে মুরাদনগরের অবহেলিত নির্যাতিত নিপিড়িত নারীদের কল্যানে তথা নারী জাগরনের কল্যানে তিনি কাজ করে যাবেন। শুক্রবার সৈয়দা পারভিন উপজেলার কামাল্লা ইউনিয়নের প্রায় ১০টি স্থানে পৃথক পথসভা ও উঠান বৈঠক করে স্বামী কাইয়ুম খসরুর হেলিকপ্টার প্রতিকে ভোট দেয়ার আহবান জানান।