মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা(কুমিল্লা):–
কুমিল্লার চান্দিনায় ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা অধ্যাপক আবু তাহের (টেলিফোন) মঙ্গলবার উপজেলার মাইজখার ইউনিয়নের বাংলাবাজার, ভোমরকান্দি, কালেমসার, বিরখাল, জিরুআইশ, পানিপাড়াসহ বিভিন্ন গ্রামে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন অধ্যক্ষ আতিকুর রহমান, অধ্যক্ষ আবুল কাসেম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিএনপি ও এলডিপির স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তিনি পথসভা ও উঠান বৈঠকে উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, সন্ত্রাস দমন, মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহবান জানান।