কুমিল্লা প্রতিনিধি:–
পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লার হোমনা উপজেলার কাউয়ারটেক এলাকায় তারা মিয়া (৬৫) নামের এক কৃষক খুন হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার কৃষক তারা মিয়ার ছেলেদের সাথে পার্শ্ববর্তী বাড়ির মোস্তফার পরিবারের ঝগড়া হয়। উভয়ের মধ্যে ঝগড়া নিরসনের লক্ষে রাতের বেলায় তারা মিয়া মোস্তফার বাড়িতে যায়। সেখানে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ তারা মিয়ার উপর হামলা চালায়। এতে তারা মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার জানান, শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।