—মো. আলী আশরাফ খান
শুকনো নদী! সাগরের জল আজ বড়ই উত্তাল
আছড়ে পড়ছে ওই দিগন্তে যত দূর চোখ যায়।
ধুলোবালি পথঘাট, আকাশে ঘন কালো মেঘ জমেছে
পথচারিরা দৌঁড়াচ্ছে ওই তো ঝড়-বৃষ্টি আসছে।
বাতাস অভিশপ্ত নয়, দীর্ঘ অত্যাচারের শিকার
আঘাত হানছে বজ্রাঘাত, সুযোগ নেই বাছবিচার।
ওই তো পুড়ে যাচ্ছে বন-বনানী একের পর এক
মানব অপরাধ গ্রাস করেছে সব প্রকৃতির রূপ।
ভিতরে আর বাহিরে মুখোশ পরে দিব্বি চলছে ওরা
মানুষ নামের জীবেরা রক্ত পানে বিভোর স্ব-জাতির;
খানিক স্বার্থখেলায় অবিরত ধ্বংসলীলা চলছে নির্মম
মানুষের হাহাকার ধ্বনিতে কাঁদছে আকাশ-বাতাস।
ভয়াল এই দিনে লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করে
আপন! আপন যারা প্রতিনিয়তই নোংরাকন্ঠে হুংকারে।
কে আছে নওজোয়ান ধরিবে হাল, গুমরে কাঁদে পতাকা
অশ্রুজলে বিবর্ণÑধূসর আজ আমার প্রিয় মৃত্তিকা।
=============================
মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।