স্টাফ রিপোর্টার :–
কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নতুন ওসি হিসেবে মোঃ মিজানুর রহমান গত মঙ্গলবার যোগদান করেন। তিনি চট্টগ্রাম কর্নফুলি পেপারমেইল হাই স্কুল থেকে এসএসসি ও কর্নফুলি কলেজ থেকে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে বি.কম পাস এবং ব্যবস্থাপনায় মাষ্টার্স শেষ করেন। ১৯৯৭ সালের ১ জানুয়ারী তিনি পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে চাকুরী জীবন শুরু করেন এবং বিভিন্ন জায়গায় সফলতার সাথে চাকুরী করে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে প্রমোশন অর্জনের মধ্যদিয়ে দেবিদ্বার থানায় যোগদান করেন। ২০১২ সালের ৬ অক্টোবর তিনি জাতীসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করেন এবং চলতি বছরের ৫ জানুয়ারী দেশে ফিরে আসেন। তার গ্রামের বাড়ি নোয়াখালি জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।