আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) :–
উপজেলা পরিষদ নিবার্চন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বিজেপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আহসানুল হক মাস্টারের নির্বাচনী জনসভা মঙ্গলবার বিকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মুফতি ফয়েজ উল্লাহ আল মামুনের সভাপতিত্বে বকুল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বিজেপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আহসানুল হক মাস্টার । এসময় তিনি সকল ভেদাভেদ ভুলে উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের গতিধারা বজায় রাখার আহবান জানান। জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুন্ডা ইউপি চেয়ারম্যান ওমরাও খান, কৃষক দলনেতা ইসমাইল হোসেন ধনকুড়ি, জামায়াতে ইসলামীর নেতা মাত্তলানা আশরাফ হোসেন, মাওলানা লুৎফুর রহমান রমজান,বিজেপির নেতা কাজী আনোয়ার আহমেদ, জাতীয় পার্টি (এরশাদ) নেতা সাহানুর করীম সেলিম ও খেলাফত মজলিসের নেতা মাওলানা ইদ্রিস আহম্মেদ প্রমূখ ।
