আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া):–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনী পোষ্টার ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মঙ্গলবার দুপুরে জয়ফুল বেগম (৬০) নামের এক মহিলা নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ৮ জন। তবে পুলিশের দাবি পোষ্টার ছেড়ার ঘটনা নয়, পূর্ব বিরোধের জের দু’দলের মধ্যে সংঘর্ষে ওই মহিলা নিহত হয়েছে।
এলাকাবাসী জানান, সোমবার রাতে উপজেলার ধরমন্ডল গ্রামের আলাই মিয়ার ছেলে হাফিজ মিয়া-(২৫) উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম.এ. হান্নানের পোষ্টার লাগাতে গেলে ওই গ্রামেরই রমজান আলীসহ কয়েকজনের সাথে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে হাফিজ মিয়াকে রক্ষা করতে এগিয়ে আসলে তার মা জয়ফুল বেগম প্রতিপক্ষের হামলায় আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে জয়ফুল বেগম মারা যান। তিনি উপজেলার ধরমন্ডল গ্রামের আলাই মিয়ার স্ত্রী। এদিকে বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এম.এ. হান্নান অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের লোকজন তাদের কর্মীর মাকে মেরে ফেলেছে। তাছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষ বাধানোর চেষ্টা করছে। তবে পুলিশের দাবি পোষ্টার ছেড়ার ঘটনা নয়, একটি মোটর সাইকেল নিয়ে হাফিজ মিয়ার সাথে রমজান আলীর পূর্ব শত্রুতা ছিল। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
