চাঁদপুর প্রতিনিধি:–
চাঁদপুর-কুমিল্লা সড়কের মকিমাবাদ এলাকা থেকে সোমবার দুপুরে ২৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার হাবিবুর রহমান (৩৫) ও জামালপুর এলাকার দুখু মিয়া (৩৪)।
পুলিশ জানায়, মকিমাবাদ এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কের পাশে আটক দুই যুবক বস্তা নিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল। বিষয়টি সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।