আলমগীর হোসেন,দাউদকান্দি প্রতিনিধি:–
কুমিল্লার দাউদকান্দিতে কুখ্যাত ডাকাত, মাদক সম্রাট ও ৬ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ফজলু মিয়া ওরুফে লেংরা ফজলুকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) মোঃ আবু ছালাম মিয়া ইলিয়টগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে ৫০ পিছ ইয়াবা পাওয়া যায়। গ্রেফতারকৃত ফজলু মিয়া ওরুফে লেংরা ফজলু দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃতঃ আব্দলু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় ডাকাতি সহ বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।