কুমিল্লা সংবাদদাতা :–
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৭টি পদের মধ্যে ১১ পদে বিএনপি সমর্থিত পরিষদ এবং ৬টি পদে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করে। গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোট গণনা শেষে শুক্রবার সকাল ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সমর্থিত প্যানেলে সভাপতি পদে অ্যাড. কাজী নাজমুস সাদাত, সাধারণ সম্পাদক পদে অ্যাড. শরীফুল ইসলাম, সহ-সভাপতি কে.বি হারুনুর রশীদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খন্দকার, কোষাধ্যক্ষ এটিএম শওকত হোসাইন, ইনরুলমেন্ট সেক্রেটারি জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক কাজী মফিজুল ইসলাম, নির্বাহী সদস্য আবু তাহের, আলমগীর হোসেন, মোহাম্মদ আলী, মোশাররফ হোসেন খন্দকার এবং আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের ৬টি পদে সহ-সভাপতি অ্যাড. লিয়াকত আলী, দপ্তর সম্পাদক আমীর হোসেন খান, অ্যাসিস্ট্যান্ট ইনরুলমেন্ট সেক্রেটারি নাজমুন নাহার, নির্বাহী সদস্য আজহারুল ইসলাম, জালাল আহমেদ সাজু, সাদেক হোসাইন সাদি জয়লাভ করেন। এ নির্বাচনে ৯২৩ জন ভোটারের মধ্যে ৮২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
