কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লায় তালিকাভূক্ত সন্ত্রাসী রাজীব খাঁনকে (২২) অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার রাতে নগরীর পূর্ব গোবিন্দপুর এলাকার একটি রিক্সা গ্যারেজের সামনে থেকে তালিকাভূক্ত সন্ত্রাসী রাজীবকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি রিভলবারসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। থানার এসআই সালাউদ্দিন জানান, ‘গ্রেফতারকৃত রাজীব খাঁন পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। সে ও তার সহযোগিরা মহানগরীতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় ছিনতাই, চাঁদাবাজী ও অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে।’
