মো. আলী আশরাফ খান:–
বিকশিত মেধা ও কঠোর শ্রমে গড়া
আমাদের কুমিল্লা ঐতিহ্যবাহী গৌরবে ভরা।
প্রাচীন ঐতিহ্য শত নিদর্শনের ময়নামতি
এ গুরুত্বের আকর্ষণ সারা বাংলা প্রীতি।
জাতীয় কবি নজরুলের স্মৃতি আজো কুমিল্লায় বিদ্যমান,
দেশে গঠনে কুমিল্লার সোনালী কথা পাহাড় সমান।
আমরা ছড়িয়ে ছিটিয়ে সৃষ্টির বীজ করেছি বপণ,
দেখো আজ অবাক দেশবাসী-অবাক ভূবন।
উত্তরোত্তর আমাদের সুউজ্জ্বল অগ্রগতি,
আমরা বিশ্বের আনাচে কানাচে করেছি খ্যাতি।
জাতীয় সাহিত্য-সংস্কৃতিতে কুমিল্লার অত্যুজ্জ¦ল ধারা,
জাতি গঠনে কুমিল্লার সন্তানেরা যুগে-যুগে দিয়েছে সাড়া।
আমাদের কুমিল্লায় হাজারো জ্ঞানী-গুণীর সমাহার,
এই গৌরব শুধু কুমিল্লার নয় সমগ্র বাংলার।
আমরা শান্তিকামী ধর্ম-বর্ণ নির্বিশেষে,
নিবিড় শান্তির বহমান ভালোবেসে।
আমরা গাই সাম্যের গান, কাঁধে কাঁধ মিলিয়ে,
হিংসা অহংকার ব্যাতিরেকে সমভোগ্য তরী বেয়ে।
আমাদের গোমতীর তটে ফুটেছে কেয়া,
এযে এক মনোরম প্রকৃতির মায়াময় ছায়া।
ধরে হাল, তুলে পাল উড়িয়েছি জয়ের নিশান,
ধন্য জাতি, ধন্য এদেশ আমাদের প্রিয় কুমিল্লা চির অম্লান।
ভাষা ও মুক্তিযুদ্ধে কুমিল্লার বীর শহীদ গাজী শতশত,
স্বাধীনতা সংগ্রামে কুমিল্লার বীরত্ব দীপ্তমান সূর্যের মত।
গৌরীপুর. দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ:১১.০৩.১৪