মো:মোশাররফ হোসেন মনির,মুরাদনগর(কুমিল্লা):–
কুমিল্লার মুরাদনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সাপ্তাহ-২০১৪ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা আনিসুজ্জামান খানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন (এমপি), বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন আল রশিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, উপজেলা শিক্ষা অফিসার তাপস কুমার সরকার, সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সুবাস সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা প্রমুখ।
