মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা(কুমিল্লা):–
‘পরিবেশ দূষণ-আত্মহনন, স্বাস্থ্যকর পরিবেশ-সুস্থ জীবন’ এই স্লোগানে চান্দিনা উপজেলার নূরিতলা আদর্শ গ্রামের পাশা বিজনেস সেন্টারের উদ্যোগে কমিউনিটি গ্রুপের ২০ জন সদস্যকে নিয়ে পরিবেশ দূষণ পতিরোধে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। নূরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (১০ মার্চ) সকালে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোসলেহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল মামুন, সাবেক সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মনির উদ্দিন আহম্মেদ। সভা সঞ্চালন করেন- চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. মজিবুর রহমান ভূইয়া।
