কামরুল হাসান, দাউদকান্দি থেকে:–
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, দেশের কল্যানে নারীদের অবস্থান অনর্ষীকার্য, জীবন যুদ্ধে পুরুষের পাশাপাশি নারীরাও এখন সমানভাবে লড়াই করছে। বর্তমান সরকার নারীদের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আজ নারীদের অবাদ প্রচারনা। কারা নারীদের অগ্রযাত্রায় অন্তরায় তা এখন স্পষ্ট। এদের বিরুদ্ধে নারী সমাজকে সোচ্চার হতে হবে। তিনি শনিবার কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন, এমপির সহধর্মীনী মাহমুদা ভূঁইয়া, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ পারুল আক্তার, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ-উর-রহমান, সুলতানা, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, মেঘনা থানা অফিসার ইনচার্জ ইসমাঈল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম সরকার, আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, আঃ ছালাম, , জেবুননেছা, হালিমা আক্তার, মোঃ রকিব উদ্দিন রকিব, শাহজাহান মিয়া, মোঃ শামীম, মজিবুর, তপন চেয়ারম্যান প্রমূখ।
