আন্তর্জাতিক ডেস্ক:–
পাকিস্তানের পেশোয়ারে রাস্তার পাশে রাখা বোমার বিস্ফোরনে ৬ জন পোলিও টিকাদান কর্মী নিহত হয়েছেন। দুটি ভ্যানে করে যাওয়ার সময় খাইবার উপত্যকায় বোমা বিস্ফোরনের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এতে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি আরো ১২ জন আহত হয়েছেন। বিস্ফোরনস্থলে নিরাপত্তাকর্মী ও উগ্রপন্থীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে।
পাকিস্তানের খাইবার উপত্যকা আফগান সীমান্তবর্তী। সেখানে সরকারের তেমন নিয়ন্ত্রণ নেই বললেই চলে। তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে সেনাবাহিনী খাইবার ও আশপাশের অঞ্চলে ব্যাপক অভিযান চালাচ্ছে। সূত্র : সিএনএন।