এম.এ হোসাইন:–
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৯দলীয় জোট সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী)অনুষ্ঠিত ওই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে।
তাদের মধ্যে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রুহুল আমীন ৬৭৭৬৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি এএফএম তারেক মুন্সী পেয়েছেন ৫৮৬২১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারী মু.সাইফুল ইসলাম শহীদ ৯৪০৩৭ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ হক খোকন পেয়েছেন ২৫৭৫২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সুফিয়া বেগম ৯৫২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এডভোকেট নাজমা বেগম পেয়েছেন ৩৯৭৩০ ভোট।
