মো: মোশাররফ হোসেন মনির,মুরাদনগর(কুমিল্লা):–
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল-মুরাদনগর সড়কের সোনাকান্দা নামক স্থানে শুক্রবার সকাল ৬ টায় সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
নিহতরা হলেন, মোঃ শাহ্ আলম(৩৫), পিতা মৃত মোতালেব, মোঃ আলাউদ্দিন(৭০), পিতা মৃত কাশেম মাষ্টার, মো: মোতালেব(৭৫), পিতা মৃত সাহেব আলী রহমান, নিহত সকলেই নরসিংন্দী জেলার রায়পুরথানার টকিপুর গ্রামের।
জানা যায়, উপজেলার সোনাকান্দা দরবার শরিফ ২ দিন ব্যাপী মাহফিলের শেষে গতকাল শুক্রবার সকালে বাসে করে নিজ বাড়িতে ফেরার পথে শ্রীকাইল-মুরাদনগর সড়কের সোনাকান্দা নামক স্থানে সড়ক থেকে পাশ্বের খাদে পরলে ঘটনার স্থলে ২ জন ও আহত ৩১ জনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎার জন্য আনা হলে কর্তব্যরত ডাক্তার এক জনকে মৃত্য ঘোষনা করে বাকী ৩০ জনকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ তাদের অভিভাবক দের দিয়ে দেওয়া হবে।
