নাটোর প্রতিনিধি:–
নাটোরের লালপুর উপজেলার সাব প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভূয়া পোলিং এজেন্ট, কেন্দ্রে মাদক বহন ও প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক করেছে ভাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শংকর কুমার ভোট কেন্দ্রের ভেতর মাদক বহনের অভিযোগে ইসরাফিল নামের একজনকে দুই বছরের কারাদন্ড দেয় এবং আব্দুর রাজ্জাক ও আরজু নামের দুইজনকে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান আটক ও কারাদন্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
