চাঁদপুর প্রতিনিধি:–
চাঁদপুর জেলার মতলব দক্ষিণে পরিত্যক্ত অবস্থায় দু’টি পিস্তল, দু’টি পা্ইপগান, দু’টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার নায়েরগাঁওয়ের একটি পুকুর পাড় থেকে এসব উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় লোকজন পুকুর পাড়ে একটি গুলি মাটি চাপা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে ম্যাগজিন, পিস্তলসহ ৩শ রাউন্ড গুলি উদ্ধার করে।