মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা(কুমিল্লা):–
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চান্দিনায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৪ ফেব্র“য়ারি) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চান্দিনা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ্ আহাম্মদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন ওই কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মো. নাজমূল আহসান মজুমদার রিপন, পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন থানা অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
