আলমগীর হোসেন,দাউদকান্দি প্রতিনিধি:–
আজ সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করা সময় সাত বোতল ফেনসিডিল ১ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লার মুরাদনগর উপজেলার কুড়াল গ্রামের মানিক মিয়ার পুত্র তৈয়বুর রহমান সোহেল(৩২)। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
