নাজমুল করিম ফারুক :–
তিতাসে সড়ক দুর্ঘনায় ২ জন মোটর সাইকেল আরোহী নিহত এবং ১ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের জিয়ারকান্দি মাতৃছায়া স্কুলের পাশে উক্ত দুর্ঘটনাটি ঘটে।
তিতাস থানা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাতাকান্দি থেকে গৌরীপুর যাওয়ার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ঘটনা স্থলে তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মৃত মনিরুজ্জামান সরকারের ছেলে মিশন (২৬) এবং একই উপজেলার জিয়ারকান্দি গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে রিপন আহম্মেদ (২৮) মারা যায়। একই মোটর সাইকেলে থাকা উপজেলার বাতাকান্দি গ্রামের জাকির হোসেনের পুত্র পরশ (২৫) গুরুত্ব আহত হলে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার জানান, পরশের অবস্থা আশংকাজনক। এদিকে উক্ত ঘটনার খবর জিয়ারকান্দি ও বাতাকান্দি ছড়িয়ে পড়লে স্বজনদের আজাহারির ভারে এলাকা ভারি হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তিতাস থানায় নিয়ে আসে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
