মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা (কুমিল্লা):–
কুমিল্লার চান্দিনা ভূমিহীন সমিতির আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি’র সহযোগীতায় ‘নাটক হোক নারী বৈষম্য মুক্তির চেতনা’ স্লোগানে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিহীন সমিতির চান্দিনা অঞ্চল কিমিটির সভাপতি সুফিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, সাবেক কমিশনার মনোয়ারা বেগম, নিজেরা করি’র কুমিল্লা অঞ্চল সমন্বয়ক মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নিজেরা করি’র খইরুল ইসলাম, আনোয়ারা বেগম, ফিরোজা পারভিন, পরেশ সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. রিপন, মফিজুল ইসলাম প্রমুখ।
