নাজমুল করিম ফারুক :–
হিন্দুরা সংখ্যাগরিষ্ট নয়, এদেশের মানুষ আর আমরা সকলে বাঙালি। ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশটা সকলের।
শনিবার ২২ ফেব্রুয়ারি কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের সাহাবৃদ্ধি শ্রী শ্রী কালী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের জাতীয় পার্টির এমপি মোঃ আমির হোসেন ভূঁইয়া একথা বলেন। তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে তিতাসবাসী অনেক উন্নয়ন কাজ থেকে বঞ্চিত। তাই তিতাসকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে এবং পল্লীবন্ধু এরশাদ ও রওশন এরশাদের স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। আমির হোসেন ভূঁইয়া আরো বলেন, ভারতের সাথে বাঙালীদের কোন বিরোধ ছিল না, ছিল পাকিস্তানীদের সাথে। তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন হিন্দু সম্প্রদায়ের লোককে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয়া হয়নি বরং পাকিস্তান থাকালীন সময়ে এদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেয়া হয়েছিল।
তিতাস উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সূত্রধরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীর কমিটির সদস্য সচিব সৈয়দ ইফতেকার আহসান। বিশিষ্ট ছড়াকার মনির হোসেন মাষ্টারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নুরুল হক মোল্লা, তিতাস থানার ওসি নবীর হোসেন, জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী সেন্টু, আলী আহম্মেদ মিন্টু, মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মোস্তাক ভূঁইয়া, কুমিল্লা (উত্তর) জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব রবিউল আউয়াল, হোমনা পৌর জাতীয় পার্টির সভাপতি রাজিব চৌধুরী, হোমনা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, তিতাস উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ ফরিদ, সাহাবৃদ্ধি আব্দুল কাদের মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, তিতাস উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ লনী চন্দ্র দেবনাথ, কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন সরকার প্রমূখ।
