আলমগীর হোসেন,দাউদকান্দি প্রতিনিধি:–
কুমিল্লার দাউদকান্দিতে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। এএসআই দেলোয়ার হোসেন জানান, দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকাগামী সেবা ট্্রান্সপোর্ট যাত্রীবাহী তল্লাশী চালিয়ে আলুর বস্তার ভিতর ২০ বোতল ফেনসিডিলসহ এক বাসযাত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের মোঃ ইউসূফ আলীর পুত্র আঃ কাদির (৩৫)। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
