নাজমুল করিম ফারুক :–
কুমিল্লার তিতাস উপজেলা দলিল লেখক সমিতির সকল সদস্যদের সাথে মত-বিনিময় সভা করেছে কুমিল্লা জেলা দলিল লেখক সমিতি ও কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ। বুধবার বিকালে উপজেলার কমপ্লেক্স সংলগ্ন দলিল লেখক ভবনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মেহেদী হাসান সেলিমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির উপদেষ্টা নুরুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক হাজী সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আঃ মান্নান, হোমনা দলিল লেখক সমিতির সভাপতি মিজানুর রহমান, দাউদকান্দি দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, তিতাস দলিল লেখক সিমিতির সাধারণ সম্পাদক আল মাহামুদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমূখ। অপরদিকে তিতাসে মত-বিনিময় সভার পূর্বে কেন্দ্রীয় ও জেলা কমিটির একটি প্রতিনিধি দলের সাথে দাউদকান্দি, গৌরীপুর ও মেঘনা উপজেলা দলিল লেখকদের পৃথক পৃথক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
