এ,এইচ,এম আবুল খায়ের, নাঙ্গলকোট প্রতিনিধি:–
কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার অশ্বদিয়া ছাত্রকল্যাণ পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইসলামপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান সাদেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অধ্যাপক জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ছাত্রনেতা সাদেক হোসেন খোকা, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, মাস্টার শাহজাহান,কাজী নজরুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সোয়ায়েবুল ইসলাম, সহ-সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারী হেলাল উদ্দিন তসলিম। এসময় উপস্থিত ছিলেন-মাস্টার সোহরাব হোসেন, সাংবাদিক এ,এইচ,এম আবুল খায়ের, ওবায়দুল হক, ওমর ফারুক, ফরহাদ হোসেন, খালেদ হোসেন, মাসুদ প্রমুখ।
