আবুল খায়ের,নাঙ্গলকোট প্রতিনিধি:–
আসন্ন উপজেলা নির্বাচনের তৃতীয় দফা ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৫ মার্চ এবং মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিন ছিল ১৫ ফেব্রুয়ারী। ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা ও বাছাইয়ের কাজ শেষ হয়েছে। আসন্ন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর আ’লীগের সেক্রেটারী সেলিম জাহাঙ্গীর মজুমদারের স্ত্রী কুলসুম মজুমদার। তিনি আ’লীগের সমর্থন পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করেন। এলাকায় একজন সৎ,উদার,দানশীল মহিলা হিসেবে সকলের নিকট সুপরিচিত। তিনি বলেন-আমার স্বপ্ন আমি যেন উপজেলার সর্বপরি দরিদ্র,অসহায় ও নির্যাতিত লোকদের সেবা করতে পারি সে আশায় সকলের সাহায্য সহযোগিতা কামনা করি। আমি নির্বাচিত হলে নাঙ্গলকোট উপজেলার অবকাঠামোগত উন্নয়ন,শিক্ষা বিস্তার,গরিব-দূ:খী মানুষের পাশে দাঁড়াব এবং বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত সহ যে কোন নারীদের সমস্যা মোকাবেলা করতে আমি সর্বোপেক্ষায় প্রস্তুত আছি ইন্ শায়াল্লাহ। তিনি আরো জানান-মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে বলতে চাই আগামী ১৫ মার্চের নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করে আমাকে জয়যুক্ত করার আশাবাদ ও সকলের নিকট দোয়া কামনা করি। সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থীর মধ্যে কুলসুম মজুমদারের জনপ্রিয়তা সবার শীর্ষে রয়েছে।
