মোঃ ইসমাইল হোসেন, মেঘনা :–
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের মনিরহোসেনের কন্যা খুকি আক্তারকে (১৩) বাল্য বিবাহ দেওয়ার কারনে ভ্রাম্যমান আদালত চারজনকে ১ মাসের জেল প্রদান করে আজ সোমবার।
সংবাদ পেয়ে মেঘনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক বাল্য বিবাহের সাথে জড়িত রতনপুর গ্রামের বর আঃ হালিম, বাগাইকান্দি গ্রামের বিবাহের কাজী মোঃ আলাউদ্দিন, মেয়ের অভিবাবক মানিকারচর গ্রামের মোঃ মোছলেমউদ্দিন, ছেলের অভিবাবক মুগারচর গ্রামের মোঃ রফিকুল ইসলামকে ১ মাসের কারাদন্ড আদেশ করেন।
