মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি:–
কুমিল্লার মুরাদনগর উপজেলার ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে অবৈধভাবে কাজী নিয়োগ হওয়ার প্রতিবাদে ওই এলাকার মানুষ ফুঁসে উঠেছে। তারা বৃহস্পতিবার দুপুরে এক প্রতিবাদ সভা, বিক্ষোভ ও মানববন্ধনে অবৈধভাবে নিয়োগ পাওয়া ৬নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বাসিন্দা কাজী আবুল হাসান মাহমুদকে বাতিল করে সরকারি বিধি মোতাবেক ওই ইউনিয়নে বৈধ ভাবে কাজী নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানায়। বক্তারা অভিযোগ করেন যে, সদ্য নিয়োগকৃত আবুল হাসান মাহমুদ ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন অঞ্জনের স্বাক্ষর জাল করে চারিত্রিক সনদ, জন্ম নিবন্ধন, সীল ও প্যাড তৈরী করে কাজী পদে নিযুক্ত হন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সর্বমহলে তোলপাড় শুরু হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমাজসেবক আছলে উদ্দিন, শিক্ষক জাকির হোসেন মীর, জামাল উদ্দিন, সফিকুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম মাস্টার, আবুল কালাম মাস্টার, কামাল খান, জাহাঙ্গীর আলম ও জুলহাস উদ্দিন প্রমুখ।
