আবুল খায়ের,নাঙ্গলকোট প্রতিনিধি:–
কুমিল্লার নাঙ্গলকোটে গতকাল মঙ্গলবার মাদ্রাসা দাখিল পরীক্ষার ২য় দিন হাদিস বিষয়ের প্রশ্নপত্রের পরিবর্তে কোরানের প্রশ্নপত্র দেয়া হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার মৌকরা মাদ্রাসা কেন্দ্রে। কেন্দ্র সচিব মাও: রফিকুল ইসলামের অবহেলায় চরম ভোগান্তির শিকার হয়েছে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা জানায়, হাদিস বিষয়ের প্রশ্নপত্র দেয়ার পরিবর্তে আমাদেরকে কোরানের প্রশ্নপত্র দেয়। ঘটনাটির এক ঘন্টা বিলম্বে আমরা হাদিস বিষয়ের প্রশ্নপত্র হাতে পাই। ১ ঘন্টা যাবত আমরা উত্তরপত্র না লিখে বসে থাকি। এব্যপারে মৌকরা মাদ্রাসার কেন্দ্র সচিব মাও: রফিকুল ইসলাম জানান,হাদিস বিষয়ের ৩ সেট প্রশ্নপত্রের মধ্যে ১ সেট কোরানের প্রশ্নপত্র চলে আসে এবং পরে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করার সময় ভুল ধরা পড়ে। তাৎক্ষনিক থানা থেকে প্রশ্ন এনে পরীক্ষার্থীদের দেয়া হয়। ঘটনাটি কেন্দ্র সচিব সত্যতা স্বীকার করলেও অস্বীকার করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আবদুল হান্নান। তিনি বলেন প্রশ্নপত্রের ঘাটতি হয়েছে। পরে থানা থেকে প্রশ্ন নিয়ে যায়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...