নাটোর প্রতিনিধি:–
রোববার বিকেলে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এক কোটি টাকা ব্যয়ে চারতলা ইউআইটিআরসিই ভবন নির্মাণ কাজের উদ্ধোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস। এ সময় ইউএনও জাহিদ নেওয়াজ, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আঃলীগ নেতা আজিজুল হক মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি সহ উপজেলার বিভিন্ন কমকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। জানাযায়, শিক্ষামন্ত্রনালয়ধীন ব্যানবেইজ ও কোরিয়া এক্সিম ব্যাংকের যৌথ অর্থায়নে এলএস ক্যাবল এ্যান্ড সিস্টেম লিমিটেডের তত্ত্বাবধায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান এএডি এন্টারপ্রাইজ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ১ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন ভবনের কাজ চলতি বছরের অক্টোবরে’ই শেষ হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। মাধ্যমিক শিক্ষা অফিস, স্কাউট অফিস, ইন্টারনেট ও সাইবার সেন্টার এবং কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য ওই ভবনটি নির্মাণ করা হচ্ছে।