কুমিল্লা প্রতিনিধি :–
অসহনীয় এই শীতের দিনে দরিদ্র ও দুঃস্থ শীতার্থ মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ।
শনিবার কুমিল্লা টমছমব্রীজ,আশ্রাফপুর,গোবিন্দপুর এলাকার প্রায় অর্ধশতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মু.জয়নাল আবেদিনের নেতৃত্বে কম্বল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মু.আব্দুর রব ফারুকী , জেলা অফিস সম্পাদক মু. মহসীন কবির। শীতবস্ত্র বিতরণ শেষে জেলা সভাপতি মু.জয়নাল আবেদিন এক বক্তব্যে সমাজের সকল বিত্তবান লোকদেরকে গরিব অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
