কুমিল্লা প্রতিনিধি:–
কুমিল্লার ৩টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে একজন চেয়ারম্যান ও দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার জেলার লাকসাম, মনোহরগঞ্জ ও দেবিদ্বার উপজেলা পরিষদের ১৭ জন চেয়ারম্যান, ১৫ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, যাচাই বাছাই শেষে দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ব্যারিষ্টার রিজবিউল আহসান মুন্সীর নাম ভোটার তালিকায় না থাকায়, ভাইস চেয়ারম্যান পদে মনোহরগঞ্জ উপজেলার রহমত উল্লাহ ঋণ খেলাপি ও হামিদুল হক সোহাগ আয়কর বিবরণী জমা না দেয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
