স্টাফ রিপোর্টার:–
দৈনিক রূপসী বাংলা’র ৪৩ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দেবিদ্বারে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় একটি হোটেলে কেক কাটা মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রূপসী বাংলা’র দেবিদ্বার প্রতিনিধি মোঃ আমির হোসেন আমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সরকার, কুমিল্লাওয়েব ডটকমে’র সম্পাদক মোঃ আক্তার হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক রূপসী বাংলা’র বিষেশ প্রতিনিধি এসএম মাসুদ রানা, আমাদের অর্থনিতি’র কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি এটিএম সাইফুল ইসলাম মাসুম, আগমন মেডিকেল সেন্টারের এমডি আনিছুর রহমান জীবন, ডাঃ আব্দুর রউফ, দৈনিক আলোকিত বাংলাদেশ দেবিদ্বার প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম সাগর, দৈনিক পূর্বাশা’র দেবিদ্বার প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন দুলাল, মোহাম্মদ আলী, মাসুম রানা ওমানী, শাহাদাৎ হোসেন ভূইয়া শোহেব, বশির আহম্মেদ সহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
পরে একটি আনন্দ শোভা যাত্রা উপজেলা সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করেন।
