মো: শরীফুল ইসলাম ,কুবি প্রতিনিধি:–
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মঙ্গলবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে । পূজা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন কমিটি। পূজা অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পূজা উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেষাধ্যক্ষ ও পূজা উদযাপন কমিটির পৃষ্টপোষক অধ্যাপক কুন্ডু গোপীদাস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো: মুজিবুর রহমান মজুমদার, বিবিএ ফ্যাকাল্টির ডীন ড. বিশ্বজিত চন্দ্র দেব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামী ভবানী শানন্দা মহারাজ। পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বর্ণিল সাজে সাজানো হয়। এই প্রসঙ্গে পূজা উদযাপন কমিটির সভাপতি মানিক দাস বলেন, গত বছরের তুলনায় আমরা এ বছর ব্যাপক পরিসরে আয়োজন করেছি এবং সবাই স্বতস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেছে। আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
