স্টাফ রিপোর্টার,কুমিল্লা:–
বাংলাদেশ জাতীয়পাটির অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রিয় কমিটির অন্যতম সদস্য, মালয়েশিয়া ছাত্রসমাজের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম অরুন উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও কর্মী সমর্থকরা গনসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছে। গতকাল নিজ নির্বাচনী এলাকায় বুড়িচংয়ে নাজিরা বাজার জাতীয় পার্টির কার্যালয়ে কর্মী সমথর্কদের উপজেলা নির্বাচন নিয়ে এক মতবিনিময় দিকনির্দশনা দেন এবং কর্মী সমর্থকদের একসাথে উপজেলা নির্বাচনে কাজ করলে তাদের জয় সহজ হবে এবং বুড়িচংয়ে ভোটাদের উদ্দেশ্যে বলেন- আ’লীগ-বিএনপির প্রার্থীরা মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় আসতে চায়না।তাই মানুষ এখন সচেতন কাজের মাধ্যমে প্রমান করতে চাই। জাতীয়পার্টি চায় দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে আর দূর্নীতি লুটপাট বন্ধ করতে, সুশাসন কায়েম জন্য সব সময় সুশাসন পক্ষে কথা বলে তাই সাধারন জনগণ জাতীয় পার্টির প্রার্থীকে ভোটের মাধ্যমে মূল্যায়ন করবে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...