আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর মাতা সূর্যবালা চক্রবর্তী (৯০) বুধবার দুপুরে নাসিরনগর সদরের নিজ বাড়িতে পরলোক গমন করেন। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। রাতে পারিবারিক শ্মাশানে সূর্যবালা চক্রবর্তীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে নাসিরনগর প্রেসক্লাব সভাপতি মোঃ আজিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুইয়াসহসদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
