ঢাকা:–
পাকিস্তানের রাওয়ালপিন্ডির এক আদালত ভণ্ডনবীর দাবিদার এক ব্রিটিশ নাগরিকককে মৃত্যুদণ্ড দিয়েছেন। ব্লাসফেমি বা ধর্মঅবমাননা আইনে দোষী সাব্যস্ত হওয়ার পর মোহাম্মাদ আসগার নামের ৬৫ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
২০১০ সালে নিজেকে নবী দাবি করে বিভিন্ন ব্যক্তির কাছে চিঠি পাঠানোর পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার আইনজীবী তাকে মানসিক রোগী হিসেবে দাবি করলেও মেডিকেল টেস্টে তা মিথ্যা প্রমাণিত হয়।
পাকিস্তানের ব্লাসফেমি আইনে যে কোন ধর্মঅবমামনায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আসগরের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করেও নিজেকে নবী দাবি করে চিঠি লেখার অভিযোগ রয়েছে।
আসগরের আইনজীবী এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। সূত্র : বিবিসি।