আলমগীর হোসেন,দাউদকান্দি :–
বৃহস্পতিবার বিকালে দাউদকান্দি পৌর বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া মুদি মাকের্ট পরিদর্শণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলে তাদের সান্তনা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ড. খন্দকার মারুফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি একেএম সামছুল হক, সাধারন সম্পাদক আবুল হাসেম চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি ভিপি আঃ সাত্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সজীব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক এস.এ ইউসূফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক-১ রোমান খন্দকার, মোঃ রেজাউল করিম ভূঁইয়া, গৌরীপুর কলেজ ছাত্রনেতা মোঃ আসিফ কবির প্রমূখ। উল্লেখ্য গত মঙ্গলবার ভোর ৫টায় এক ভয়াভহ অগ্নিকান্ডে মুদি মাকের্টের ১৬ টি দোকান পুড়ে যায়। পরে ড.খন্দকার মোশাররফ হোসেন তার দাউদকান্দি বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে দলের সার্বিক বিষয়ে আলাপ আলোচনা করেন।
