আলমগীর হোসেন,দাউদকান্দি:–
শূক্রবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি ও চান্দিনার অংশে তীব্্র যানজট হয়। দাউদকান্দি সেতু এলাকা থেকে চান্দিনা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কজুরে চার সাড়ির দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। নির্ধারিত সময়ের আগে রত্তনা হয়েও সঠিক সময়ে পৌছতে পারেনি যাত্রীদের গন্তব্যস্থানে। গৌরীপুর সহ প্রতিটি বাসষ্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। যানবাহনগুলোকে থেমে থেমে ধীর গতিতে চলতে দেখা যায়। যানজট ও অবরোধের অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন হারে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায় করা হয়। এদিকে মহাসড়কের পাশাপাশি ফিডার সড়কগুলোতেও সৃষ্টি হয় দীর্ঘ যানজট। হাইওয়ে পুলিশ জানান, এক সপ্তাহের টানা অবরোধ শেষে আজ যানবাহন ও যাত্রীদের চাপ মাত্রাতিরিক্ত। সড়কে পুলিশি টহল ও বাসষ্ট্যানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। যানজট নিরশনে হাইওয়ে পুলিশ আ-প্রাণ চেষ্টা চালায়। এ রিপোর্ট প্রেরণ পর্যন্ত মহাসড়কে তীব্্র যানজট অব্যাহত রয়েছে।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...