আলমগীর হোসেন,দাউদকান্দি:–
কুমিল্লার দাউদকান্দিতে ব্যালট পেপার বই ছিনতাই এবং পেট্্েরাল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোট চলা কালিন সময় দুপুর ১২টায় উপজেলার গোয়ালমারী হাইস্কুলের ভোট কেন্দ্রে দুটি ব্যালট পেপার বই ছিনতাই করে দূর্বৃত্তরা। এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। অপরদিকে শনিবার দিবাগত রাতে একই উপজেলার মোহাম্মদপুর পূর্ব ইউনিয়নের আনুয়াখলা সরকারী প্রাথমিক বিদ্যায়ের ভোট কেন্দ্রে দূর্বৃত্তরা ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় ১টি বোমার বিস্ফোরণ ঘটে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা তল্লাশী চালিয়ে ভোট কেন্দ্রের পাশ থেকে আরো তাজা ৩টি পেট্রোল বোমা উদ্ধার করে। এদিকে দাউদকান্দি উপজেলার ৯৩টি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল তুলনা মূলক কম। পুরো উপজেলা জুরে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।
