মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা(কুমিল্লা):–
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চান্দিনা শাখার উদ্যোগে রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে শাখা কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, প্রিন্সিপাল অফিসার ও অপারেশন ম্যানেজার মো. ওয়াসী উদ্দিন খান, সিনিয়র অফিসার মো. আবুল কালাম আজাদ, মো. হারুনুর রশিদ, প্রকল্প কর্মকর্তা মো. মকবুল হোসেন। এসময় তিন শত জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।