দেলোয়ার হোসেন জাকির :–
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ, ক ম বাহাউদ্দিন বাহার শুক্রবার সন্ধায় নগরীতে গণ সংযোগ করেন। এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, কুমিল্লা সদর আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান এমপি হাজী বাহার শুক্রবার বাদ মাগরিব কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকা থেকে গণ সংযোগ শুরু করেন। পরে তিনি ভিক্টোরিয়া কলেজ রোড, নিউমার্কেট, মনোহরপুর, রাজগঞ্জ এলাকায় ব্যপক গণ সংযোগ করেন। এ সময় রাস্তার দুই পাশের বিভিন্ন বিপনি বিতানে মালিক কর্মচারীরা হাজী বাহারকে স্বাগতম জানায়। রাস্তার দুই পাশে থাকা বিভিন্ন দোকান ও রাস্তার পাশে অবস্থিত দোকানের নারী পুরুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া চান। অনেকে প্রিয় জনপ্রতিনিধিকে কাছে পেয়ে আবেগে উচ্ছসিত হতেও দেখা গেছে। গণ সংযোগের সময় তার সঙ্গে থাকা নেতা কর্মীরা নৌকা প্রতিক সংবলিত লিফলেট বিতরণ করেন।
