এম.এ হোসাইন:–
কুমিল্লা-৪ (দেবিদ্বার)আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুলের প্রতীক হাতী। শনিবার সকালে কুমিল্লা জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এর মধ্যে মহাজোটের মনোনীত প্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহা সচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু ‘লাঙ্গল’ প্রতীক ও রোশন আলী মাষ্টার ‘আনারস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতায় নেমেছেন।
নির্বাচনী এলাকা থেকে আ’লীগ’র মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এ আসনটি মহাজোটের শরীকদল জাতীয় পার্টির প্রার্থী তালিকায় থাকায় কেন্দ্রীয় নির্দেশে বৃহস্পতিবার তিনি তার প্রাথীতা প্রত্যাহার করে নেন বলে দলীয় সূত্রে জানা যায়।