নিজস্ব প্রতিনিধি :–
বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার অবরোধের ৩য় দিনে আজ সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির বিশ্বরোড এলাকায় র্যাব ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, র্যাবের শর্টগানের গুলি, টিয়ারসেল ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদল ও যুবদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছে। প্রায় ঘন্টাব্যাপি র্যাব-পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক-১ রোমান খন্দকার জানান, সকাল ১১টার দিকে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে হঠাৎ র্যাব-১১ এর একটি দল অবরোধকারীদের উপর লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে দাউদকান্দি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আলম দিপু, সাইফুল ইসলাম পলাশ, আবু ছাঈদ-সহ ছাত্র ও যুবদলের ১৫ নেতাকর্মী আহত হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, অবরোধকারীরা রাস্তার উপর টায়ারে আগুন জ্বালিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। এসময় র্যাব-১১ থেকে তাদের আগুন নেভানোর জন্য অনুরোধ করা হয়। এসময় অবরোধকারীরা র্যাবকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব লাঠিচার্জ ও রাবার বুলেটের গুলি ছুড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
